স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার ওয়ারি এলাকায় সাত তলা থেকে পড়ে সাবিয়া মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম দুলাল হোসেন। তাহেরবাগ জুরিয়াটুলি লেনের ৩/৪ নম্বর বাড়ির চতুর্থ তলায় তারা ভাড়া থাকেন।
জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাবিয়া মনি বাড়ির সাত তলার ছাদে যায়। এসময় ছাদে খেলা করার সময় শিশুটি হঠাৎ নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ওয়ারি থানার ডিউটি অফিসার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।