ইরফান খানকে নিয়ে এই নতুন চলচ্চিত্রে মোস্তফা সারওয়ার ফারুকী তার ছবির বাংলা নাম রেখেছেন ‘ডুব’। ইংরেজীতে এটির প্রমোশন টাইটেল ‘নো বেড অব রোজেস’। উল্লেখ্য, ‘আমাদের দেশের ইরফান খান হিসেবে খ্যাত ‘মোশাররফ করিম’ কে দর্শকদের সামনে তুলে ধরেছেন এই গুণী নির্মাতাই। হয়তো আন্তর্জাতিক ব্যারোমিটারে নিজের মেধার পারদকে নিয়ে যেতেই মোস্তফা সারওয়ার ফারুকী নতুন ছবিদুটিতে ইরফান খান বা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে বেছে নিচ্ছেন। এছাড়া সর্বশেষ একটি সম্মাননা অনুষ্ঠানেও নির্মাতা নিজেই বলেছিলেন যে, ‘তিনি আর বাংলাদেশি কোনো সম্মাননা নিতে চান না। তাই নির্মাতার প্রধান লক্ষ এখন দেশের গন্ডির বাইরে। সেই হিসেবেই ডুব চলচ্চিত্রের প্রযোজনা প্যানেল থেকে শুরু করে কাস্টিং প্যানেলও সাজিয়েছেন তিনি বলিউড-টলিউড ও ঢালিউডএর যোগফলে।
অভিনয়ে যেমন বলিউডের তুখোড় মেধাবী ইরফান খান রয়েছেন, পাশাপাশি রয়েছেন টলিউডের পার্ণো মিত্র এবং আমাদের ঢালিউডের তিশা। অন্যদিকে প্রযোজনা প্যানেলের ক্ষেত্রে সহ প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান, সাথে টলিউডের এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া।
নির্মাতা তাই তার পূর্ব ঘোষণা অনুযায়ীই আন্তর্জাতিক উঠোনের ছবি নির্মান করছেন। ছবির প্রেক্ষাপট বা গল্প নিয়ে স্বাভাবিক রহস্যই রাখতে চান সবসময়ই তিনি। এ প্রসঙ্গে একাধিক মিডিয়াকে নির্মাতা জানিয়েছেন, ‘গোপনে ছবির কাজ করা খুবই কঠিন, সেটি আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তবে সেই প্রেস অ্যাম্বার্গো থেকে এখন নিজেকে মুক্ত করলাম। ছবিটি নিয়ে এখন মুক্ত ভাবে কথা বলতে পারবো।’
নওয়াজুদ্দিন সিদ্দীকি অতঃপর ইরফান খান- বলিউডের এই দুই তুখোড় মেধাবী তারকাকে নিয়ে নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর পুর্নোদ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রের উঠোনে যাত্রা শুভ হোক এই প্রত্যাশা বিনোদন পক্ষ থেকেও।