পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সায়মা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সায়মা উপজেলার নেউতিগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী ও একই এলাকার সাহেব আলী মাস্টারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে নেউতিগাছা এলাকায় চাটমোহর-পাবনা সড়ক পারাপার হয়ে স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে সায়মা ছিটকে সড়কের মাঝখানে পড়ে। একই সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক যানবাহনগুলোকে আটক করা সম্ভব হয়নি। সায়মার লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।