এমপি লিটনের জামিন নামঞ্জুর
২৪ ঘন্টা খবর: শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার জামিন আবেদনের শুনানি শেষে গাইবান্ধা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান এ আদেশ দেন। লিটনের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সৈয়দ শামস্ উল আলম হিরুসহ আইনজীবীরা গত ২১ অক্টোবর গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। এই আদালতের বিচারক ছুটিতে থাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন কোর্ট ইন্সপেক্টর এনামুল করিম। গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় বোনের বাসা থেকে লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন সকালে তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে গাইবান্ধা জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে হাজির করা হলে বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দে