ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণী শংকৈলের এক কালের রাজা টংক নাথ ও হরিপুরের জমিদার এলাকার ৯টি ইউনিয়নে প্রার্থীদের প্রচার প্রচারণায় গ্রামীন জনপদ হয়ে উঠেছে উৎসব মুখর। প্রার্থীর সমর্থক কর্মীদের তর্ক-বিতর্কে কথার মালায় খৈ ফুটছে। কেউ হারতে রাজী নয়। হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম এলাকার রাস্থা ঘাট উন্নয়ন,দূর্নীতি, মাদক প্রতিরোধে ভুমিকা রাখবেন বলে এই প্রতিশ্রতি দিয়ে ভোট চাচ্ছেন। তার প্রতিদন্দি আওয়ামীলীগ সমর্থক প্রার্থী অ্যাড. মোমিনুল ইসলাম এডিশন। এই উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ ,বিএনপি, জামায়াত,সিপিবি তাদের নিজ ব্যানারে প্রার্থী দিয়েছে। অন্য দিকে রাণী শংকৈল উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১ মার্চ এই ২ উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।