১৩ মার্চ ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবার কথা রয়েছে মাশরাফিদের। সে ম্যাচকে কোনোভাবেই হালকা করে দেখছেন না তিনি। এমনটিই জানিয়েছেন আয়ারল্যান্ড ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।
মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের ম্যাচ। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট ৩। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’
এ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ওমানের কোনো খেলা হবার সুযোগ হয়নি। যে কারণে তাদের পর্যবেক্ষণও করছে টিম বাংলাদেশ। প্রথমবার তাদের সঙ্গে খেলতে কোনো ধরনের ছাড় দিতে চান না মাশরাফি। অন্যান্য দলের মতো করেই তাদের সঙ্গে খেলতে চায় তার টিম।
এ ব্যাপারে তিনি বলেন, ‘ওমানের সঙ্গে কোনো খেলা হয়নি। তবে আয়ারল্যান্ডের সঙ্গে ওদের ম্যাচ পুরোটাই আমরা দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। আর টি-২০ দু-একটি ভালো ওভার হলেই সব বদলে যায়। আমরা পেশাদারী ক্রিকেট খেললে আশা করি সমস্যা হবে না। অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্য সব বড় দলগুলোর সঙ্গে আমরা যেভাবে খেলি সেভাবেই ওদের বিপক্ষে পরিকল্পনা করছি।’