তিনি বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থারও সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অ্যান্টি-মানি লন্ডারিং সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও সহযোগিতা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে শনিবার শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘নিউইয়র্ক, ফিলিপাইন, চায়না ও শ্রীলঙ্কাতে ইন্টারপোলের মাধ্যমে আমরা কিছু তথ্য দিয়েছি। এতে করে বিদেশি অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ তারা নিতে পারবে। নিউইয়র্ক থেকেও ব্যাপারগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে এ ব্যাপারেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে।