‘রং সাইডে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি যাওয়া অসহায়ভাবে দেখি
২৪ ঘন্টা খবর: গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি ও ভিভিআইপি) ট্রাফিক আইন না মানার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি যখন রং সাইড দিয়ে যেতে দেখি, তখন অসহায়ভাবে তাকিয়ে থাকি। রোববার সড়ক ব্যবস্থাপনা নিয়ে ব্র্যাকের এক আলোচনা সভায় তিনি বলেন, গাড়ি নিয়ে উল্টো পাশ দিয়ে যারা যান, তাদের মধ্যে যদি কেউ পরিচিত হন, তখন ফোন দিলে তিনি রাইট সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেন। নিজে কখনো নিয়ম ভাঙেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গত রমজানের ঈদে বাইপাইল টু চন্দ্রা সড়ক দিয়ে যাওয়ার সময় দীর্ঘ যানজট হলে পুলিশ রং সাইড দিয়ে যেতে বললেও আমি যাইনি। তখন সাড়ে ৪ ঘণ্টা জ্যামে বসে ছিলাম। যানজটের ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাতে দিন দিন যেভাবে যানজট বাড়ছে, তাতে শহর অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আলোচনা সভায় রাজধানীতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মালিকদের সমালোচনা করেন মন্ত্রী।