ক্রীড়া ডেস্ক :
১৮ সদস্যের চূড়ান্ত দলে আর্জেন্টিনার বাইরে খেলা পাঁচ খেলোয়াড়দের একজন কোরেয়া। তার সঙ্গে আছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি, রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরেনিমো রুলি, সাও পাওলোর ফরোয়ার্ড জোনাথন কলেরি ও ক্রুজেইরোর লুকাস রোমেরো।
পাওলো দিবালাকে তার ক্লাব জুভেন্টাস না ছাড়ায় তাকে দলে নিতে পারেনি আর্জেন্টিনা। ইন্টার মিলানের মাউরো ইকার্দিও একই কারণে দলে নেই।
গত সপ্তাহে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়া জেরার্ডো মার্টিনো। তার জায়গায় দায়িত্ব নেন দেশটির ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য জুলিও ওলার্টিকোয়েচেয়া। রিও অলিম্পিকে আর্জেন্টিনার দায়িত্ব সামলাবেন তিনিই।
আগামী ৫ আগস্ট এবারের অলিম্পিক গেমসের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ আগস্ট। ওই দিনই পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ২০০৪ ও ২০০৮ সালে সোনা জয়ী আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও হন্ডুরাস।
১৮ সদস্যের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: জেরোনিমো রুলি, অ্যালেক্স ওয়ার্নার
ডিফেন্ডার: ভিক্তর কুয়েস্তা, হোসে গোমেজ, লুতারো জিয়ানেত্তি, লিসান্দ্রো মাগালান, অ্যালেক্সিস সতো, লিয়ান্দ্রো ভেগা
মিডফিল্ডার: হোয়াকুইন আরজুরা, সান্তিয়াগো আসকাসিবার, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো, মাউরিসিও মার্টিনেজ, লুকাস রোমেরো
ফরোয়ার্ড: জোনাথন কলেরি, অ্যাঙ্গেল কোরেয়া, ক্রিস্টিয়ান এসপিনোহা ও জিওভান্নি সিমিওনে।