ক্রীড়া ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিন মিসবাহর অমন অদ্ভুত উদযাপন নিয়েই এখন তুমুল আলোচনা। কেন পাকিস্তান অধিনায়কের অমন উদযাপন? এটা মিসবাহর দশম টেস্ট সেঞ্চুরি। অনেকে ভেবেছেন, দশ সেঞ্চুরির জন্যই তার দশবার বুক ডন। আসলে তা নয়। দিন শেষ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক জানালেন, কথা রাখার জন্যই তিনি কাজটা করেছেন।
ইংল্যান্ড সফরের আগে অ্যাবোটাবাদের সেনানিবাসে ক্যাম্প করেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেখানে সবার শারীরিক সামর্থ্যের বড় একটা পরীক্ষাও হয়েছিল। মিসবাহ জানালেন, সেখানকার সৈন্যদের দেওয়া কথা রাখতেই তার এই বুক ডন। মিসবাহ বলেন, ‘এটা ছিল সৈন্যদের কাছে আমার প্রতিশ্রুতি। লাহোরে স্কিল ক্যাম্পের আগে অ্যাবোটাবাদে একটা ক্যাম্প করেছিলাম আমরা। বুট ক্যাম্পে একটা নিয়ম ছিল দশটা করে বুক ডন দেওয়ার। আমি তাদের কথা দিয়েছিলাম, যদি আমি সেঞ্চুরি করতে পারি তাহলে এটা করব।’
আরো পড়ুন…