ক্রীড়া ডেস্ক :
পিসিবির একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবেই আমরা এই চারটি কোস্টার বাস কিনেছি। পাকিস্তানে আসা দলগুলোর (নিরাপত্তা নিয়ে) প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমরাও তাদের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা নিশ্চিত করতে চাই। এই বুলেটপ্রুফ বাস দলগুলো তাদের সন্তুষ্ট করতে বড় অবদান রাখবে।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের ফাইনাল লাহোরে করার পরিকল্পনা আছে পিসিবি। এর জন্য তো আগে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করেতে হবে। পিসিবির ওই মুখপাত্র বলেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে করার পরিকল্পনা আছে আমাদের। কিন্তু এর জন্য আগে বিদেশি খেলোয়াড়দের এখানে আসার ব্যাপারে সন্তুষ্ট করতে হবে। খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো। এটা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’
২০১২ সালে জাকা আশরাফ বোর্ডের চেয়ারম্যান থাকার সময়েই এই বুলেটপ্রুফ বাস কেনার উদ্যোগটা নেওয়া হয়েছিল। কিন্তু পিসিবিতে নেতৃত্বের পালাবদলের সঙ্গে প্রস্তাবটি ঝুলে যায়। গত বছর নাজাম শেঠির উদ্যোগে এটি চূড়ান্ত অনুমোদন পায়।