বিনোদন ডেস্ক :
এদিকে জন্মদিন উপলক্ষে পার্টিতে ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ করছেন ক্যাটরিনা। কিন্তু এই পার্টিতে আমন্ত্রণ পাননি তার সাবেক দুই প্রেমিক সালমান খান এবং রণবীর কাপুর।
এ অভিনেত্রীর জন্মদিনের অনুষ্ঠানে কারা থাকছেন এ সম্পর্কে তার ঘনিষ্ঠ একজন সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘তার বলিউড বন্ধুরা যার মধ্যে রয়েছেন-আলভিরা খান অগ্নিহোত্রী (সালমানের বোন), করণ জোহর, আয়ান মুখার্জি, সুলতান সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর, পরিচালক কবির খান এবং তার স্ত্রী মিনি মাথুর, সিদ্ধার্থ মালহোত্রা এবং এ অভিনেত্রীর ম্যানেজার রেশমা শেঠী জন্মদিনের পার্টিতে থাকছেন। এ ব্যক্তিদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত এবং তাদের সঙ্গেই বছর জুড়ে তিনি পার্টি করেছেন। তারাই সম্ভবত তার জন্মদিনের পার্টিতে থাকছেন।’
ফিতুর খ্যাত এ অভিনেত্রী তার সাবেক প্রেমিক রণবীরকে কেন আমন্ত্রণ করছেন না? এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেন, ‘ক্যাটরিনা তাদের বিচ্ছেদকে মেনে নিয়েছেন এবং তিনি এখন সেই সব লোকজনের সঙ্গেই থাকতে চান যারা তাকে ভালোবাসে এবং তার সব সময় তার পাশে থাকে।’
গত বছর জন্মদিনে একসঙ্গে অস্ট্রিয়াতে ছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তার আগে ২০০৮ সালে ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে শাহরুখের সঙ্গে ঝামলোয় জড়িয়েছিলেন সালমান।