ক্রীড়া ডেস্ক :
সময়ের বিশ্বসেরা লিওনেল মেসি। তার নামে সারা দুনিয়ার ফুটবল মাত। সেই লিওনেল মেসির সামনে প্রথম খেলতে নামতে নাকি কিছুটা ভয়ই পেয়েছিলেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। অকপটেই সেই অভিজ্ঞতার কথা স্বীকার করে নিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা।
কে ছিলেন না বার্সেলোনার সেই দলটিতে! জাভি, ইনিয়েস্তা, পিকে, আলভেজ এবং লিওনেল মেসি। ২০১৩ সালের বার্সেলোনার ড্রেসিংরুম ঝলমল করছিল এসব তারকার আলোয়। সে বছরই জুনে বার্সায় যোগ দেন নেইমার। তিন বছর পর তখনকার অনুভূতি জানাতে গিয়ে অদ্ভুত তথ্যটাই জানিয়ে দিলেন তিনি।
একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘বার্সেলোনায় আমার প্রথম ম্যাচে নামার আগে মেসি এবং অন্য তারকাদের দেখে বুক ধড়ফড় করছিল। ড্রেসিংরুমে ঢুকে দেখি মেসি, জাভি, পিকে, দানি আলভেজ, ইনিয়েস্তারা। এরা তখন আমার আদর্শ। মনে হচ্ছে আমি বুঝি প্লেস্টেশনে খেলতে এসেছি। শুরুতে ব্যাপারটা খুব কঠিন ছিল।’
তবে কীভাবে বার্সার ড্রেসিংরুমের সঙ্গে মানিয়ে নিলেন তিনি? এ জন্য অবশ্য কৃতিত্ব দিচ্ছেন নিজেরই স্বদেশী দানি আলভেজকে। নেইমার বলেন, ‘দানিই আমাকে মানিয়ে নিতে সবচেয় বেশি সাহায্য করেছিল। যখন প্রথম বার্সায় এসেছিলাম, আমাকে আগলে রাখত। কী করে এত বড় ক্লাবকে নিজের ঘর মনে করতে পারি, সেটা দেখেছিল সে। আজ আমি বার্সায় যে জায়গায় পৌঁছেছি, তার জন্য ওর কৃতিত্বই সবচেয়ে বেশি। আমার জন্য যা করেছে, কখনও ভুলব না।’
বার্সেলোনায় মেসিকে প্রথম দেখে ভীতু ভীতু চোখে তাকিয়েছিলেন নেইমার। বুকের ভেতর ভয়ও কাজ করছিল। তিনি বলেন, ‘আমি যখন প্রথম মেসিকে দেখি, তখন নিজের কাছেই যেকন যেন ভয় লাগছিল।’