নিজস্ব প্রতিনিধি :
মানিকগঞ্জের মুলজান ও শিবালয়ের টেপড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত ও অন্তত ১৫ জন হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সঙ্গে পাটুরিয়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও রাজিবুল হাসান নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
আলমগীর মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী গ্রামের হোসেন আলীর ছেলে। রাজিবুল হাসান একই উপজেলার মহাদেবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এর আগে সকাল ৬টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনএনবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১৪ যাত্রী আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন দৌলা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।