নিজস্ব প্রতিনিধি :
আরো ৯টি পণ্যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এগুলো হলো মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু ও তুষ-কুড়া। এর আগে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি প্রভৃতি পণ্যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।
শিগগিরই এসব পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে অফিস আদেশ জারি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সারাদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সাঁড়াশি অভিযানও শুরু হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম নিজ বলেন, নতুন করে আরো ৯টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে পরিপত্র জারি করা হবে। এসব পণ্যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়ন করতে শিগগিরই অভিযান শুরু হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে গত বছরের নভেম্বরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ৬টি পণ্যে মোড়কীকরণে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়।
পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে শাস্তি প্রসঙ্গে বলা হয়, কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পুনরায় একই অপরাধ করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন।