Friday , 3 May 2024
নিউজ টপ লাইন
সোমবার মহাকাশ কেন্দ্রে যাচ্ছেন তিন নভোচারী

সোমবার মহাকাশ কেন্দ্রে যাচ্ছেন তিন নভোচারী

আজ সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাচ্ছেন তিন নভোচারী। নাসার পক্ষ থেকে বলা হয়, মহাকাশ কেন্দ্রে সাড়ে ছয় মাসের মিশনে থাকবেন তারা তিনজন।

সম্প্রতি মহাকাশ কেন্দ্রে যাওয়ার সময় রাশিয়ান সয়ুজ মহাকাশযানের বুস্টার অকেজো হয়ে পড়ায় জরুরী অবতরণ করতে হয় রাশিয়ান মহাকাশচারী অ্যালেক্সেই অভচিনিন এবং মার্কিন নভোচারী নিক হেইগকে। এর দুই মাসের কম সময়ের মধ্যেই এবার নতুন নভোচারী পাঠানো হচ্ছে– খবর আইএএনএস-এর।

আধুনিক রাশিয়ান ইতিহাসে এটিই প্রথম এমন মানব মিশন যা ব্যর্থ হয়েছে।

এবার মহাকাশ কেন্দ্রে যে তিনজন নভোচারী যাচ্ছেন তারা হলেন, নাসার অ্যানি ম্যাককক্লেইন, কানাডিয়ান স্পেস এজেন্সির ডেভিড সেইন্ট- জাঁক এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস-এর ওলেগ কোনোনেনকো। সোমবার সুয়োজ এমএস-১১ মহাকাশযানে কাজাখাস্তানের বাইকনউর স্পেসপোর্ট থেকে যাত্রা করবেন তারা।

ছয় ঘন্টার যাত্রায় পৃথিবীকে চারবার আবর্তন করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পইসক মডিউলে থামবে সয়ুজ মহাকাশযানটি।

ম্যাকক্লেইন এবং সেইন্ট-জাঁকের এটিই প্রথম মহাকাশ যাত্রা, আর কোনোনেনকোর চতুর্থ।

মহাকাশ কেন্দ্রে থামার দুই ঘন্টার মধ্যে হ্যাচ খুলে তারা ভেতরে প্রবেশ করবেন। তাদেরকে স্বাগত জানাবেন মহাকাশ কেন্দ্রে চলতি বছরের জুন মাস থেকে অবস্থান করা তিন নভোচারী।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top